ঢাকাTuesday, 13 May 2025, 30 Boishakh 1432

সব আরোহী মুক্ত, ছিনতাইকারীদের আত্মসমর্পণ

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০১৬ , ০৯:৪৭ পিএম


loading/img

শেষ হলো বিমান অপহরণ নাটক। সব অরোহীকে মুক্তি দিয়ে ২ জন অপহরণকারী আত্মসমর্পণ করলো। তাদের ধরে কারাগারে নেয়া হয়েছে। জব্দ করা হয়েছে সঙ্গে থাকা হ্যান্ড গ্রেনেডও। শুক্রবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টার দিকে মাল্টার দায়িত্বশীল মন্ত্রী এ তথ্য জানান।

বিজ্ঞাপন

খবর বিবিসি'র।

জানা যায়, যাত্রীদের সবাই সুস্থ আছেন। তাদের নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। আরোহীদের মধ্যে ৮২ জন পুরুষ, ২৮ জন নারী ও একজন শিশু রয়েছেন। 

বিজ্ঞাপন

এদিকে,  ছিনতাইকারীরা মাল্টায় থাকতে আশ্রয় চেয়েছেন। 

বিমানটি সাবাহ থেকে ত্রিপোলির দিকে যাচ্ছিলো। ওই সময়েই বিমানটিকে ছিনতাই করে মাল্টায় নিয়ে যাওয়া হয়। ছিনতাইকারীদের একজন দাবি করেন, তার কাছে একটি হ্যান্ড গ্রেনেড রয়েছে। তারা সেটি ফাটিয়ে বিমানটি উড়িয়ে দেয়ার হুমকি দেয়।

ছিনতাইকারীরা গাদ্দাফি সমর্থক বলে জানা গেছে। মাল্টায় তারা রাজনৈতিক আশ্রয় চাইছিল।

বিজ্ঞাপন

সাবাহ শহরের মেয়র কর্নেল হামিদ আল-খায়েলিও বিবিসিকে একথা জানান।

এসজে/ডিএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |